ঢাকা, ১৭ জুন - জাতীয় বয়সভিত্তিক দলের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের দুটি কিডনিই প্রায় অকেজো- গণমাধ্যমে এটা জানতে পেরেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। জানতে পেরেই তার মায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ালেন দেশের ক্রীড়াঙ্গনের এ অভিভাবক। বাঁধনের মায়ের চিকিৎসার জন্য এক লাখ টাকা প্রদান করেছেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে বাঁধনের হাতে তার মায়ের চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন করোনাকালে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হওয়া এই প্রতিমন্ত্রী। চেক প্রদান করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা সবসময় অসহায়, দুস্থ ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। সম্প্রতি আমরা করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের এক কোটি টাকা দিয়েছি। আরো বেশি সংখ্যক তৃণমূল পর্যায়ে সহায়তা করার লক্ষ্যে কাজ করছি। বাঁধনের মায়ের চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়েছি। ভবিষ্যতেও বাঁধনসহ সব অসহায় ক্রীড়াবিদের পাশে থাকবো। মায়ের চিকিৎসার জন্য চেক পেয়ে বাঁধন প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ। আম্মুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার। চিকিৎসার জন্য আমাকে ১ লাখ টাকার চেক দিলেন নিজ হাতে। স্যারকে অনেক ধন্যবাদ। আমার মত এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্যারের মতো আরো অনেকে যদি আমার পাশে দাঁড়ান যার যার সাধ্যমত, ইনশাআল্লাহ আমি আমার আম্মুকে সুস্থ করে তুলতে পারবো। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ্ যেন আমার মাকে সুস্থ করেন ও স্বাভাবিক জীবন যাপন করার ক্ষমতা দেন। বাঁধনের মায়ের স্বপ্ন তার ছেলে বড় ফুটবলার হবে। ময়মনসিংহের জেলা ফুটবলে শুরু করে প্রথম বিভাগে খেলে যাচ্ছেন এই উদীয়মান ফুটবলার। মাঝে ২০১৫ সালে বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। সেই দলের সতীর্থ রাকিব হাসান এখন সিনিয়র জাতীয় দলের পরিচিত মুখ। বাঁধনের ইচ্ছাটাও সে রকম। তবে তার আগে মাকে বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UOgGxS
June 17, 2020 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন