ইসলামাবাদ, ০২ জুন - সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব আগেই করেছেন তিনি, এর দায়িত্বের মেয়াদ বাড়িয়ে ওয়ানডের অধিনায়কত্বও দেয়া হয়েছে বাবরকে। নতুন অধিনায়কের জন্য বরাবরই নতুন চ্যালেঞ্জ থাকে পাকিস্তান ক্রিকেটে। এর একটা বিশেষ কারণ সে দেশের ক্রিকেটে রাজনীতির প্রভাব- এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এছাড়া সাধারণ ভক্তদেরও নানান প্রভাব থাকে বলে মনে করিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের এ কিংবদন্তি ক্রিকেটার। তবে এসব সামলে দলকে ভালোভাবে এগিয়ে নেয়া এবং নিজের পারফরম্যান্স ঠিক রাখাই মূল বিষয় বলে মন্তব্য করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। স্ট্যাটসপারফরমকে জিম্বাবুয়ের এ সাবেক ক্রিকেটার বলেছেন, তার (বাবর) ক্রিকেটীয় মাথা অসাধারণ। তবে পাকিস্তান ক্রিকেট অনেক বেশি রাজনীতি হয় এবং সাধারণ মানুষের মধ্য থেকেও অনেক বেশি চাপ দেয়া হয়। অ্যান্ডি ফ্লাওয়ারের শঙ্কা, অধিনায়কত্বের চাপে বাবরের ব্যাটিং না আবার খারাপ হয়ে যায়, তুমি (বাবর) যখন হারতে শুরু করবে, তখন দলের সেরা ব্যাটসম্যান হয়েও বাড়তি চাপের সম্মুখীন হতে হবে। যা কি না ব্যাটিং স্কিলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অধিনায়কত্ব অনেক খেলোয়াড়ের সেরাটাও বের করে আনে জানিয়ে তিনি আরও বলেন, আমরা আগেও দেখেছি, দারুণ সব ক্রিকেটারদের ওপর অধিনায়কত্বের চাপ কেমন হতে পারে। তবে অনেক খেলোয়াড় আবার অধিনায়কত্ব পেয়ে ভালোও খেলে। সময়ই সব বলে দেবে। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর বাবর আজমের প্রথম এসাইনমেন্ট হতে পারে আগস্টে ইংল্যান্ড সফর। এরই মধ্যে সরকারের সবুজ সংকেত পেয়েছে ইসিবি। সব ঠিক থাকলে আগস্টে পাকিস্তানকে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে স্বাগত জানাবে তারা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MkhPs7
June 02, 2020 at 05:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন