স্রেফ কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে গত সপ্তাহের সোমবার নিরস্ত্র আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। ফ্লয়েডকে হত্যাকারী পুলিশ সদস্যের নাম ডেরেক চাওভিন। এ পুলিশ সদস্যের হাঁটুর নিচে পিষ্ট হয়ে শেষ মুহূর্তে পানির জন্য আর্তনাদ করছিলেন ফ্লয়েড। কিন্তু দয়া হয়নি চাওভিনের, হাঁটুর নিচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লয়েড। এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব। ব্ল্যাক লাইভস ম্যাটারস তথা কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান হ্যাশট্যাগে প্রতিবাদের ঢেউ উঠেছে সবখানে। এতে সমর্থন প্রকাশ করেছে অনেক ফুটবল ক্লাব ও ক্রীড়াব্যক্তিত্বরা। জর্ডান হত্যার প্রতিবাদের জন্য অভিনব এক পথই বেছে নিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল। সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে করা অনুশীলনের মধ্যেই ফ্লয়েড হত্যার প্রতিবাদ করেছেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। মাঠের মধ্যখানে যে বৃত্তটি থাকে, সেখানে গোল হয়ে হাঁটু গেড়ে বসেন অনুশীলনে থাকা ২৯ সদস্যের সবাই। হাঁটু গেড়ে বসার মাধ্যমে মূলত চাওভিনের হাঁটুতে পিষে মেরে ফেলার প্রতিবাদই জানিয়েছে লিভারপুল। একইসঙ্গে তারা আহ্বান জানিয়েছে বর্ণবাদী আচরণ ধুয়ে-মুছে সবাইকে একসঙ্গে থাকার। নিজেদের এই প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ক্লাব লিভারপুল। এছাড়া খেলোয়াড়দের মধ্যেও ভার্জিল ফন ডাইক, জেমস মিলনার, ফাবিনহো, হেন্ডারসনসহ আরও অনেকেই এ ছবি আপলোড করেছেন। সবাই ক্যাপশন দিয়েছেন অভিন্ন, একতাই বল। কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36StkRd
June 03, 2020 at 04:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top