কলকাতা, ০৯ জুন - দক্ষিণ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আগে থেকেই রয়েছে সাইকেলের আলাদা লেন। সেগুলো দিযে সহজেই পৌঁছানো যায় অফিস পাড়ায়। করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরে সাইকেলের লেন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লকডাউন শিথিল করে গত সপ্তাহ থেকে বাস-ট্রেন ফের চালু হয়েছে রাজ্যটিতে। তবে প্রয়োজনের তুলনায় গাড়ির সংখ্যা কম হওয়ায় অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বাসে গাদাগাদি করে যাত্রী পরিবহনের চিত্র ধরা পড়ছে অহরহ। এমন সংকট কাটাতে পরিবেশবান্ধব সাইকেলেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার তিনি বলেন, এমন অবস্থা যতদিন চলবে, ততদিন বহু মানুষ সাইকেল নিয়েই অফিসে আসবেন। এই পরিস্থিতিতে পুলিশকে বলছি, তারা বড় রাস্তা ছেড়ে কলকাতার ছোট ও মাঝারি রাস্তায় সাইকেল চালানো যায় কি না, তা দেখুক। সেই মতো নির্দেশনা জারি করা হোক। শুধু কলকাতাতেই নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য শহরেও সাইকেলের লেন তৈরির নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন মমতা। এন এইচ, ০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MIgmfG
June 09, 2020 at 06:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top