ঢাকা, ১১ জুন - গত মাসের পুরো সময়টা দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গে অনলাইন আড্ডায় মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পাক্কা তিন সপ্তাহে ১২ পর্ব শেষে তার এই আয়োজন শেষ হয়েছে গত ২৩ মে। তারপর থেকে দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় খেলোয়াড়দের মাঠে ফেরা সম্পর্কিত খবরের জন্য। কয়েকদিন আগে মুশফিকুর রহীমসহ অন্যান্য খেলোয়াড়দের একক অনুশীলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে সবাইকে নিরুৎসাহিতই করেছে বোর্ড। ফলে এখনও অনিশ্চিত ঠিক কবে থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন। মাঠের অনুশীলন যেদিন থেকেই হোক, প্রিমিয়ার লিগ ক্রিকেটের দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির খেলোয়াড়দের নিয়ে অনলাইনেই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ও খেলাঘরের কোচ নাফিস ইকবাল। বুধবার থেকেই প্রাথমিকভাবে শুরু হয়েছে খেলাঘরের অনলাইন ফিটনেস ট্রেনিং। বৃহস্পতিবার থেকে পুরোদমে দলের সবাইকে নিয়ে নিয়মিতভাবে চলবে এই ফিটনেস ট্রেনিং। দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে এ ট্রেনিংয়ের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেছেন। নাফিস ইকবালকে ধন্যবাদ জানিয়ে মিরাজ লিখেছেন, এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলছি আমি। আজকে খেলাঘরের কোচ সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ভাইয়ের তত্ত্বাবধানে অনলাইনে ফিটনেস ট্রেনিং হয়েছে। আগামীকাল থেকে নিয়মিত নাফিস ইকবাল ভাইয়ের তত্ত্বাবধানে অনলাইনে খেলাঘরের সকল খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং চলবে। এমন চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য খেলাঘরের কোচ নাফিস ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উল্লেখ্য, খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে মিরাজ ছাড়া আরও খেলছেন জহুরুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইমতিয়াজ হোসেন তান্না, টিপু সুলতান, ফরহাদ হোসেনরা। করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হওয়ার আগে খেলা একমাত্র ম্যাচে ৫৫ রানে হেরেছে খেলাঘর। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fdSjkG
June 11, 2020 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top