মুম্বাই, ১৮ জুন - কেন এভাবে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত? কী অভিমান জমে ছিলো তার মনে, যাকে হারাতে পারলেন না? প্রেমে ব্যর্থতা নাকি ক্যারিয়ারের হতাশা? সুশান্তের মৃত্যুর পর এমন অনেক কথাই উঠে আসছে সামনে। তবে বেশিরভাগেরই ধারণা ক্যারিয়ারে নানারকম ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তার পাশে কেউ ছিলো না। বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নামি দামি তারকা; কারোরই ভালোবাসা পাননি তিনি। বরং অনেকেই তাকে নানাভাবে অপদস্ত করেছেন। সঙ্গত কারণে ইন্ডাস্ট্রিতে একা হয়ে পড়ছিলেন সুশান্ত। অনেকগুলো ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি কোনো কারণ ছাড়াই। যেসব ছবি পরবর্তীতে হিট ও সুপারহিট হয়েছে। সে তালিকায় আছে ২০১৩ সালের সুপারহিট ছবি আশিকি ২। প্রথমে সুশান্তকে বাছাই করা হলেও পরে তার বদলে আদিত্য রায় কাপুরকে নেয়া হয়। সেই বাদ পড়ার ক্ষত জমে ছিলো সুশান্তের অন্তরে। এছাড়াও সুশান্ত বাদ পড়েছিলেন রামলীলা, বাজিরাও মাস্তানি, ফিতুর, বেফিকরে, হাফ গার্লফ্রেন্ড, রোমিও আকবর ওয়াল্টার। ছবিগুলো প্রায় সবগুলোই বলিউড কাঁপিয়েছে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় থাকা সড়ক ২ ও সারে জহা সে আচ্ছা ছবি দুটি থেকেও বাদ পড়েছিলেন সুশান্ত। এন এইচ, ১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fEoR7B
June 18, 2020 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top