মুম্বাই, ০২ জুন - মাঝে কিছুদিন বিরতি দিয়েছিলেন। আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরলেন দঙ্গল তারকা জায়রা ওয়াসিম। ভারতে পঙ্গপালের হামলা নিয়ে বিতর্কিত একটি টুইটার পোস্ট করেছিলেন জায়রা। এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন। বাধ্য হয়ে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে দেন জায়রা। কোরান শরীফের একটি আয়াত উল্লেখ করে জায়রা লেখেন, মানুষের খারাপ কাজের জন্যই পঙ্গপাল হামলা, বন্যা এই সমস্ত ঘটছে। আর এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় জায়রা ওয়াসিমকে। কেউ কেউ জায়রা এমন কথাবার্তায় তার বুদ্ধিমত্ত নিয়ে প্রশ্ন তোলেন। কেউ আবার এখানে হিন্দু-মুসলিম বিতর্কও জুড়ে দেন। আর এধরনের হাজার আক্রমণের মুখে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেন জায়রা। পরে আবারও ফিরে এসেছেন তিনি। কেন হঠাৎ টুইটার ছেড়েছিলেন, তার উত্তরও দেন জায়রা। লেখেন, আমিও মানুষ। অন্যদের মতো আমারও অধিকার রয়েছে সবকিছু থেকে বিরতি নেওয়ার। বিশেষত যখন যখন আশেপাশের কিছু কোলাহল মাথার মধ্যে পৌঁছে যায়। এন এইচ, ০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gHBYGB
June 02, 2020 at 05:04AM
02 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top