ইসলামাবাদ, ১৬ জুন- ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবকিছু চূড়ান্ত হয়েই আছে। খেলোয়াড় ২৯ জনসহ কোন ৪৩ জন যাবেন ইংল্যান্ড সফরে তাও ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবু বাকি ছিল সরকারের অনুমতি। যা ছাড়া কোনভাবেই বিদেশ সফরে যাওয়ার সুযোগ নেই ক্রিকেট দলের। সোমবার সেই অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দেশের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলকে ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিয়েছে। ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ইংল্যান্ড সফর ছাড়াও ক্রিকেটে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। পিসিবির একটি সুত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, যেহেতু মানুষ এখন ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলা দেখতে চায়, তাই আমাদের প্রধানমন্ত্রী এহসান মানিকে (পিসিবি চেয়ারম্যান) বলেছেন জাতীয় দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ। এতে করোনা সংকট ছাপিয়ে খেলাধুলা শুরু করার পথ হবে। জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ডে চলে যাবে পাকিস্তান। কেননা সেখানে গিয়ে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এছাড়া নিজেদের দেশে কোন অনুশীলন ক্যাম্প করতে না পারায়, ইংল্যান্ডে গিয়েই নিজেদের অনুশীলন সারবে পাকিস্তান। ইংল্যান্ড সফরে পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড ওপেনারঃ আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক এবং শান মাসুদ। মিডল অর্ডারঃ আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক। উইকেটরক্ষকঃ মোহাম্মদ রিজওয়ান এবং সরফরাজ আহমেদ। ফাস্ট বোলারঃ ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ওয়াহাব রিয়াজ। স্পিনারঃ ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ। টিম ম্যানেজম্যান্ট হেড কোচ- মিসবাহ উল হক সহকারী হেড কোচ- শহিদ আসলাম বোলিং কোচ- ওয়াকার ইউনিস ফিল্ডিং কোচ- আব্দুল মাজিদ স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ- ইয়াসির মালিক টিম এনালিস্ট- তালহা বাট ফিজিওথেরাপিস্ট- ক্লিফ ডেকন ম্যাসিয়ার- মালাং আলি ম্যানেজার- মনসুর রানা সিকিউরিটি ম্যানেজার- কর্ণেল (অব.) উসমান রিফাত আনওয়ারি মিডিয়া ম্যানেজার- রাজা রশিদ বাড়তি টিম ম্যানেজম্যান্ট ব্যাটিং কোচ- ইউনিস খান (শুধু ইংল্যান্ড সফর) স্পিন কোচ- মুশতাক আহমেদ (শুধু ইংল্যান্ড সফর) টিম ডক্টর- সোহেল সেলিম (শুধু ইংল্যান্ড সফর) সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3d9IWkC
June 16, 2020 at 12:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top