মুম্বাই, ১৯ জুন- শ্যুটিংয়ের পরে সুশান্ত যখন বাড়ি ফিরতেন, তখন তাঁর অনেকটা সময়ই কাটতো প্রিয় পোষ্য ফাজ-এর সঙ্গে। সুশান্ত বাড়ি ফিরলেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে আদর খেত ফাজ। লকডাউনে গত কয়েকমাস যখন সুশান্তের একাকীত্বের মধ্যে কেটেছে, তখন তাঁর সঙ্গী ছিল প্রিয় পোষ্যটি। আজ আর সুশান্ত নেই। মালিককে দেখতে না পেয়ে মন খারাপ সুশান্তের প্রিয় ফাজ-এর। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুশান্তের প্রিয় পোষ্য ফাজ-এর কিছু ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ঘরের মধ্যে কাউকে একটা খুঁজে বেড়াচ্ছে ফাজ। কারোর ফিরে আসার প্রতীক্ষায় বারবার দরজার সামনে ছুটে যাচ্ছে সে। কিন্তু ফিরে আসছে হতাশ হয়ে। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্তের ছবির দিকে তাকিয়ে বসে রয়েছে ফাজ। অবলা এই প্রাণীটি হয়তবা তাঁর মন খারাপের কথা বলতে পারছে না। তবে তার অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনও একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে সুশান্তের হাত ধরে রয়েছে তাঁর প্রিয় পোষ্য ফাজ। গত ১৪ জুন গলায় ফাঁস লাগিয়ে বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর কারণ নিয়ে উঠে আসছে নানান তথ্য কেউ বলছেন মানসিক অবসাদের কারণেই এই পথ বেছে নিয়েছেন সুশান্ত, কেউ বলছেন সুশান্তের মৃত্যুর জন্য দায়ি বলিউডের মুভি মাফিয়ারা। সূত্র: জিনিউজ আর/০৮:১৪/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fyqXGa
June 19, 2020 at 12:10PM
19 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top