লকডাউনের কারণে তিন মাসের বেশি সময় ধরে ঘরে বসে থাকলেও মরচে ধরেনি পায়ে- অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে ফুটবল মাঠে ফেরার পর যেন এটিই প্রমাণ করে যাচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। করোনাকালের ফুটবলে বার্সার প্রথম ম্যাচে এক গোলের পাশাপাশি করেছিলেন দুই এসিস্ট। মঙ্গলবার রাতে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচে ফের দলের জয়ে প্রত্যক্ষ অবদান রাখলেন, করলেন এক গোল। আরেক গোল করেছেন দলের কণিষ্ঠতম খেলোয়াড় আনসু ফাতি। লা লিগার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মঙ্গলবার রাতে লেগানেসকে নিজেদের মাঠে আতিথ্য দিয়েছে বার্সেলোনা। ম্যাচে মাঠের খেলা ম্যাড়ম্যাড়ে হলেও ফল ঠিকই নিজেদের পক্ষে রেখেছে কিকে সেতিয়েনের শিষ্যরা, জয় পেয়েছে ২-০ গোলে। ম্যাচের প্রথমার্ধের পুরো হাইলাইটস বলতে ৪২ মিনিটের মাথায় আনসু ফাতির গোল। জটলার মধ্যে জুনিয়র ফিরপোর বাড়ানো বল ধরে মাটিতে গড়ানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ফাতি। এর আগে অবশ্য বেশ কয়েকবার বার্সার রক্ষণে ভীতি ছড়িয়েছিল লেগানেস। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে বল জালে জড়ান ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যান। কিন্তু তাকে বলের জোগান দেয়া নেলসন সেমেদু অফসাইডে থাকা ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায় সেই গোল। তবে এর ছয় মিনিট পর রীতিমতো উপহারই পায় বার্সেলোনা। খেলার ধারার বিপরীতে নিজেদের ডি-বক্সের মধ্যে মেসিকে ফাউল করে বসেন লেগানেস মিডফিল্ডার রুবেন পেরেজ। রেফারি বাজান পেনাল্টি বাঁশি। স্পটকিক থেকে দলের জয় নিশ্চিত করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। চলতি লা লিগায় মেসির এটি ২১তম গোল। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ এগিয়েই রয়েছেন তিনি। এছাড়া পেশাদার ক্যারিয়ারে মেসির এটি ৬৯৯তম গোল এবং বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৪৯৯তম গোল। এদিকে দল জিতলেও বার্সা কোচের মাথা ব্যথার কারণ হতে খেলোয়াড়দের অত্যধিক হলুদ কার্ড। ক্লেমেন্ত লংলে, জুনিয়র ফিরপো, ইভান রাকিটিভ, রিকি পুইগ এবং স্যামুয়েল উমতিতিকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। তবে দিন শেষে মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। ফলে লিগের ২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের একদম নিচে থাকা লেগানেসের সংগ্রহ ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zEj2rH
June 17, 2020 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top