ঢাকা, ০৬ জুন - ময়মনসিংহ ক্রীড়াঙ্গন তথা ক্রিকেটার তৈরির সূতিকাগার সার্কিট হাউজ মাঠের চারপাশে প্রাচীর ও ঘেরাও দেয়ার বিপক্ষে সোচ্চার জেলার সর্বস্তরের ক্রিকেটাররা। জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার ও ময়মনসিংহ শহরে জন্ম ও সার্কিট হাউজ মাঠে খেলে খেলে বড় হওয়া অলরাউন্ডার সানোয়ার হোসেন ও পেসার সাইফুল ইসলাম এরই মধ্যে সার্কিট হাউজ মাঠ আগের মত চারিদিক খোলা রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। দুই পূর্বসূরি জাতীয় ক্রিকেটারের সাথে একবার সহমত পোষণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদও। বলার অপেক্ষা রাখে না, ময়মনসিংহের এই সার্কিট হাউজ মাঠে খেলে ৭০, ৮০ ও ৯০ দশকে দেশের অগনিত নামি ও প্রতিষ্ঠিত ক্রিকেটার উঠে এসেছেন। এক ঝাঁক সাবেক জাতীয় ক্রিকেটারের শহর ময়মনসিংহ মাহমুদউল্লাহ রিয়াদেরও নিজ শহর। তার জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতেখড়ি ও প্রথম ক্রিকেট চর্চাও ঐ সার্কিট হাউজ মাঠ। এছাড়া শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন সৈকতের মত নিকট অতীত ও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা আরও কজন ক্রিকেটার ঐ মাঠে খেলেই আজ প্রতিষ্ঠিত। দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা পঞ্চ পান্ডবের অন্যতম সদস্য ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চান তার নিজ শহর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ আগের মতই খোলা থাকুক। নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাস দিয়ে রিয়াদ সার্কিট হাউজ মাঠের সাথে তার নিজের ও ময়মনসিংহের ক্রিকেটারদের যে আত্মিক ও নিবিড় সম্পর্ক আছে, তা জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বিনয়ের সাথে বলেছেন, মাঠ যেন আগের মতই উন্মুক্ত থাকে। সার্কিট হাউজ মাঠে তোলা নিজের একটি সেলফি পোস্ট করে রিয়াদ লিখেছেন, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সার্কিট হাউজ মাঠে তোলা ছবিটি। আমার ক্রিকেট খেলার হাতেখড়ি এই মাঠেই। আমার ক্রিকেটের পথচলার শুরু এখান থেকেই। আমার মনে হয় ময়মনসিংহের সমস্ত ক্রীড়াবিদের জীবনের শুরুও এই মাঠেই। যখনই ময়মনসিংহে আসি, এই মাঠে আমি অন্তত একবারের জন্য হলেও যাই। তা সে দিন হোক অথবা রাত, কারণ এই মাঠের সাথে অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত। এই মাঠের উন্মুক্ততা ময়মনসিংহের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে এই মাঠকে ঘিরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। উন্নয়নকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি এই মাঠের উন্মুক্ততা ও ঐতিহ্য বজায় রেখে যথাযথ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে ইন-শা-আল্লাহ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UhWV1k
June 06, 2020 at 03:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন