ইসলামাবাদ, ৩০ জুন- পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিলেন। খালিদ ওয়াজিরের জন্ম ১৯৩৬ সালে, ভারতের জালান্দরে। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার সৈয়দ ওয়াজির আলীর সন্তান। তার বাবা জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন। তবে ওয়াজির সুযোগ পেয়েছেন কেবল দুটি টেস্ট খেলার। ১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে মাত্র ১৪ রান নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ওয়াজিরের। ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২৭১ রান। নিয়েছেন ১৪ উইকেট। ওয়াজিরের সবচেয়ে সফল পারফর্ম্যান্স ছিল ল্যাঙ্কশায়ার লিগে। পশ্চিম ল্যাঙ্কশায়ারের বিপক্ষে ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NI4xqa
June 30, 2020 at 04:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top