ঢাকা, ২৪ জুন- করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার পঞ্চম দিনে স্থিতিশীল আছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার অনুজ মোরসালিন বিন মর্তুজারও করোনা পরবর্তী জটিলতা দেখা দেয়নি। আজ বুধবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি জানান, বাসাতেই আছি। প্রথমদিন থেকে বুকে সামান্য চাপ ছিল। সেটা এখনো আছে। অন্য কোনো সমস্যা নেই। এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসা ছোট ভাই মোরসালিনের শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, জটিল কোনো উপসর্গ নেই। বাসাতেই আছে। উল্লেখ্য, করোনার রিপোর্ট হাতে পাওয়ার পরই দুই সম্তানকে নড়াইলে পাঠিয়ে দিয়েছেন মাশরাফি। ঢাকার বাসায় তাঁর পাশে আছেন তাঁর স্ত্রী সুমনা হক। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VaXXwj
June 24, 2020 at 03:38PM
24 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top