সিডনি, ৪ জুন- আগামী ৬ জুন ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ায়। বহুদিন পর শুধু ক্রিকেটই ফিরছে না, এই টুর্নামেন্টে দর্শকদের থাকারও সুযোগ করে দেয়া হচ্ছে। টপ এন্ড টি-টোয়েন্টি নামের এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে। এর মাঝে সাতটি দল বেছে নেয়া হয়েছে ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে। অষ্টম দলটি আমন্ত্রণমূলক এক দল। নর্দান টেরিটরির এশিয়ান বংশোদ্ভূতদের মাঝে আয়োজিত এশিয়া কাপ -এর সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি। বহুদিন পর সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। মাইক্রিকেট ফেসবুক পেজের মাধ্যমে ম্যাচগুলো দেখানো হবে। ৬ জুন শুরু টুর্নামেন্টটি শেষ হবে ৮ জুন। স্থানীয় সময় ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। সূত্র: বাংলাদেশ জার্নাল আর/০৮:১৪/৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MsbzP5
June 04, 2020 at 11:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top