চাগাড়ামাস, ০৮ জুন - যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর পুরো বিশ্ব একজন এক যোগে শুরু করেছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। শুধুমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে যত ধরনের অন্যায়-অবিচারের শিকার হতে হয়, তার যথাযথ বিচার এবং অন্যান্য স্বাভাবিক মানুষদের মতোই বাঁচার অধিকার চাইছেন সবাই। বর্ণবাদবিরোধী এ আন্দোলনে শুরু থেকেই সরব ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্ব টি-টোয়েন্টি শিরোপাজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। বিশদ এক বার্তায় তিনি জানিয়েছেন, তাকে নিয়মিতই হতে হয় বর্ণবাদী আচরণের শিকার। তবে এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। কিন্তু স্যামি এটি জানতেন না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্টেও নিয়মিত তাকে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় স্যামি ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ডাকনামই দেয়া হয়েছিল কালু। ভারত কিংবা বাংলাদেশের মানুষেরা কালু বলতে সাধারণত কৃষ্ণাঙ্গ মানুষদেরই বোঝান। কিন্তু ক্যারিবীয় অঞ্চলের স্যামি বুঝতে পারেননি এ শব্দের সত্যিকারের অর্থ। তিনি ভেবেছিলেন, এটি দিয়ে হয়তো বলবান ঘোড়া কিংবা শক্তিশালী পুরুষই বোঝানো হয় তাকে। তবে শনিবার এই কালু শব্দের সত্যিকার অর্থ জানতে পেরেছেন স্যামি এবং রেগে আগুন হয়ে গেছেন এ ক্যারিবীয় তারকা। আইপিএলের মতো মঞ্চেও এমন বর্ণবাদী আচরণ মানতে পারছেন না স্যামি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শনিবার এ বিষয়টি তুলে ধরেছেন তিনি। নিজের প্রোফাইলে দেয়া স্টোরিতে স্যামি লিখেছেন, ওহ তার মানে তারা আমাকে এজন্য (কৃষ্ণাঙ্গ হওয়ায়) এটি (কালু) বলতো! সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তারা আমাকে ও থিসারা পেরেরাকে কালু বলতো। আমি ভাবতাম এটা অর্থ হয়তো শক্তিশালী কালো পুরুষ। আমি এখন সত্যিই হতাশ। পরের স্টোরিতেই বেশ কয়েকটি রাগের ইমোজিসহ স্যামি আরও লিখেছেন, আমি মাত্র জানতে পারলাম এই কালু অর্থ কী। সানরাইজার্সে তো ওরা আমাকে ও পেরেরাকে এই নামেই ডাকতো। অথচ আমি জানতাম এর অর্থ শক্তিশালী ঘোড়া। আমার আগের পোস্ট অন্য কিছুই জানাচ্ছে। আমি এখন সত্যিই অনেক রাগ। এর আগে শুক্রবার আরও একবার সবাইকে বর্ণবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্যামি। একইসঙ্গে বলেছেন, এখন চুপ থাকার অর্থ বর্ণবাদকেই সমর্থন দেয়া। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, বর্ণবাদের বিরুদ্ধে আপনার মৌনতা এখানে স্বাগত জানানো হবে না। আপনি হয় আমাদের সঙ্গে কিংবা বিরুদ্ধে। ওহ হ্যাঁ, আমি আপনার মৌনতাকে....(বর্ণবাদের প্রতি সমর্থন ধরে নেবো) সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UkM1rr
June 08, 2020 at 05:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top