মুম্বাই, ০৫ জুন - অসুস্থ হয়ে সম্প্রতি মুম্বাইয়ের চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি হন ওয়াজিদ খান। জানা যায়, কিডনির সমস্যার সঙ্গে হৃদযন্ত্র বিকল হয় তার। সেই সঙ্গে করোনায়ও আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তির দুদিন পর মৃত্যু হয় তার। ওয়াজিদের মৃত্য়ুর পর বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ওয়াজিদ খানের মৃত্যুর দুদিন পর প্রয়াত সঙ্গীত পরিচালক ভাইয়ের ভিডিও শেয়ার করলেন সাজিদ খান। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে পিয়ানো বাজাচ্ছেন ওয়াজিদ। মোবাইলের পিয়ানো অ্যাপ ডাউনলোড করে সেখানেই পিয়ানো বাজাতে দেখা যায় ওয়াজিদকে। ভাইয়ের সেই ভিডিও শেয়ার করে কাঁদছেন সাজিদ খান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন। সঙ্গীত কখনও ওয়াজিদকে ছাড়বে না আবার ওয়াজিদও কখনও সঙ্গীতকে ছেড়ে থাকেনি। তাই সাজিদের নামে, গানে ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন বলেও শোক বার্তায় জানান প্রয়াত সঙ্গীত পরিচালকের দাদা সাজিদ খান। এন এইচ, ০৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cBiK2e
June 05, 2020 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top