মুম্বাই, ১১ জুন - করোনার দিনগুলোতে সিনেমা মুক্তির জন্য ভরসার জায়গা হয়ে উঠছে অনলাইন। জনপ্রিয় সব অনলাইন প্লাটফর্মে মুক্তি দেয়া হচ্ছে সিনেমা। শোনা যাচ্ছে এবার চলমান লকডাউনে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি কেজিএফ : চ্যাপ্টার টু। দক্ষিণের সিনেমা কেজিএফ: চ্যাপ্টার ওয়ান মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিলো। ধুন্ধুমার একশনের এই সিনেমা মন ভরিয়েছে দর্শকের। সেই ধারাবাহিকতায় এবার ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। আর ছবিটি অনলাইনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর প্রযোজক। কার আগে কে ছবিটি পাবে সে নিয়ে স্ট্রিমিং প্লাটফর্মগুলোর মধ্যে চলছে ব্যাপক প্রতিযোগিতা। তবে এখনো ছবির নির্মাতা, প্রযোজকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে গেল মে মাসে গুঞ্জন শোনা গিয়েছিল ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে কেজিএফ: চ্যাপ্টার টু এর সত্ত্ব! তবে সেটি নিয়েও মুখ খুলেননি ছবির নির্মাতা কিংবা অভিনেতা যশ। এন এইচ, ১১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AUiLBh
June 11, 2020 at 05:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন