মুম্বাই, ১০ জুন - বলিউড ডিভা ডিম্পল কাপাডিয়া। জীবনের ৬৩তম জন্মদিনেও যেন তিনি ১৪ বছরের বেবী ডল! ভক্তদের কাছে আজও চিরসবুজ৷ বিরতি শেষে আবারও তিনি ফিরে এসেছেন বলিউডে৷ এবার তো ক্রিস্টফার নোলানের ছবি টেনেটে দেখা যাবে তাকে৷ আপাতত অভিনয় নিয়ে তিনি নানা কথা শেয়ার করেন জামাইয়ের সঙ্গে৷ এ কথা সবার জানা, অক্ষয়-ডিম্পল সম্পর্ক খুবই ভাল৷ এবং অনেক সময় প্রকাশ্যে একে অপরের সঙ্গে মজাও করেন তারা৷ ডিম্পল ও অক্ষয়ের মজাদার সম্পর্ক নিয়ে একটি উদাহরণ তুলে ধরেন টুইঙ্কল নিজে৷ কফি উইথ করণে এসে টুইঙ্কল জানান যে, অক্ষয় সমকামী, এক সময় এমন কথাই বলেছিলেন ডিম্পল৷ ঘটনাটা ব্যাখ্যাও করেন ডিম্পল কন্যা৷ তিনি বলেন যে, বিয়ের ব্যাপারে কথা বলতে তাদের বাড়িতে যখন হাজির হন অক্ষয়, তখন অক্ষয়কে নিয়ে কিছু কথা বলতে চান ডিম্পল। তবে মেয়ের হবু বরের সামনে বলতে নারাজ ছিলেন তিনি। টুইঙ্কল জোরাজুরি করায় ডিম্পল বলে বসেন যে, অক্ষয় সমকামী। মেয়ের সঙ্গে বিয়ের আগে অক্ষয়কে নিয়ে এমনই মনোভাব ছিল টুইঙ্কেলের মায়ের! একই ভাবে অক্ষয় জানান যে, একটি নির্জন দ্বীপে তিনি বেড়াতে যেতে চান শাশুড়ির সঙ্গে৷ তবে সেখানে গিয়ে তিনি শুধুই ডিম্পলের মেয়েকে নিয়ে কথা বলতে চান তিনি। এন এইচ, ১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AkB8PK
June 10, 2020 at 05:50AM
10 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top