লন্ডন, ১১ জুন - সারা বিশ্ব যখন উত্তাল যখন বর্ণবাদ বিরোধী আন্দোলনে, তখন নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার মাইকেল কারবেরি। গায়ের রঙ কৃষ্ণাঙ্গ বর্ণের হওয়ায় কতশত অপমান ও অন্যায় সহ্য করতে হয়েছে, সে ব্যাপারেই মুখ খুলেছেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার। প্রায় ২০ বছরের পেশাদার খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কারবেরি। তবে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় সাড়ে ৫শত ম্যাচ। সে অভিজ্ঞতা থেকেই কারবেরির মূল্যায়ন, ইংল্যান্ডের ক্রিকেটে কালো মানুষদের কোন গুরুত্ব নেই। ক্রিকেট ব্যাজারের সঙ্গে জর্জ ফ্লয়েড হত্যার ব্যাপারে কথা বলতে গিয়ে কারবেরি বলেছেন, স্রেফ কালো বলে পুলিশ আমাকে অপদস্থ করেছে। এখন মিনোপলিসে (ফ্লয়েড হত্যা) যা দেখেছেন, এটা নিত্যদিনের ঘটনা। একই মাসে ফ্লয়েডের মতো এমন অন্তত ১০০টি ঘটনা পাওয়া যাবে। ফ্লয়েডের ঘটনা আলোচিত হচ্ছে কারণ কেউ একজন ভিডিও করেছে। এমন আরও অনেক হয়, যা কেউই আলোচনা করে না। অন্যান্য জায়গার মতো ক্রিকেটেও বর্ণবাদী আচরণ বিদ্যমান, সে কথাও মনে করিয়ে দিয়েছেন কারবেরি। সাদা চামড়ার মানুষের কখনও কালো চামড়ার মানুষদের ব্যাপারে ভাবেন না, এই অভিযোগও করেছেন সারের এই ক্রিকেটার। তিনি বলেন, স্লোগান দেয়া হচ্ছে, কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। কিন্তু আসলে কোনদিনই মূল্য নেই। যে কারণে এখনও বর্ণবৈষম্য নিয়ে কথা বলতে হচ্ছে আমাদের। কিছুই বদলায়নি। কৃষ্ণাঙ্গদের জন্য এটা স্বাভাবিক ঘটনা। ক্রিকেটেও বর্ণবৈষম্য আছে। যারা খেলাটি পরিচালনা করছে, তারা কৃষ্ণাঙ্গদের নিয়ে ভাবে না। ইংলিশ ক্রিকেটের কাঠামোতে কৃষ্ণাঙ্গদের কোন গুরুত্ব নেই। এসময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ছোট ছোট পদ থেকে শুরু করে কাউন্টি ক্রিকেটের সব কোচরাও যে শ্বেতাঙ্গ, সেটি মনে করিয়ে দেন কারবেরি। এভাবে কোনদিনও সম-অধিকার আসতে পারে না বলে মনে করেন তিনি। কারবেরি বলেছেন, আপনি এ মুহূর্তে ইংলিশ ক্রিকেটের দিকে তাকান। যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়, সেখানে একটি পদেও কৃষাঙ্গ কেউ আছে? অ্যান্ড্রু স্ট্রস, অ্যাশলে জাইলসদের দায়িত্বের কথা বলছি। কোনো কৃষ্ণাঙ্গের কি কখনও ইংলিশ ক্রিকেটের ব্যাপারে বড় সিদ্ধান্ত নেয়া সুযোগ হয়েছে? কখনও না। ঠিক আছে অত ওপরে যেতে হবে না, একটু নিচে নামি। ইংল্যান্ডের হেড কোচ পদটি দেখুন, কখনও ইংল্যান্ডে কৃষ্ণাঙ্গ কোচ দেখেছেন? কোন কালো ক্রিকেটার কখনও অধিনায়ক হয়েছে? ছয় ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছিলাম, ছয় ম্যাচ মাত্র (লিস্টারশায়ারে)। এরপর আমার বদলে যাকে দিলো, সে পুরো মৌসুম অধিনায়কত্ব করেছে এবং সবগুলো ম্যাচ হেরেছে। কারবেরি বলতে থাকেন, এবার কাউন্টি ক্রিকেটের দিকে তাকান। দেশের কাউন্টি ক্রিকেটে কয়জন কৃষ্ণাঙ্গ হেড কোচ রয়েছেন? একজনও নয়। আমি অনেককেই চিনি, যারা এ কাজের জন্য যথেষ্ঠ যোগ্য। আমি যদি এখন তরুণ কৃষ্ণাঙ্গ হতাম, তাহলে কাকে দেখে অনুপ্রেরণা নিতাম? নিজ দেশের সাবেক ওপেনারের এমন অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। তারা লিখেছে, আমরা জানি, খেলাটির আদর্শ প্রতিনিধি হওয়ার জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ গোত্রের ব্যাপারে। যে কারণে কারবেরির মতো মানুষদের কথা গুরুত্বপূর্ণ। আমরা তার কথা শুনব এবং নিজেদের আরও শিক্ষিত করার চেষ্টা করব। লম্বা সময়ের ভালোর জন্য কঠিন সত্যগুলোর প্রয়োজন রয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3f6WoHo
June 11, 2020 at 06:54AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.