ঢাকা, ১১ জুন- এই মুহুর্তে লাইন ও লেন্থ ঠিক করার কাজে মনোযোগ দিচ্ছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তবে একই সময় নিজের বোলিংয়ের গতিও বাড়াতে চান তিনি। তার মতে, যত দ্রুত গতিতে বল করতে পারবেন ততই বিপজ্জনক বোলার হিসেবে ব্যাটসম্যানদের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এখন তার চাওয়া নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০ থেকে ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে। যদিও তিনি জানেন যে, এত দ্রুত গতিতে বল করতে হলে নিজের ফিটনেসও সেভাবে ধরে রাখতে হবে। জাতীয় দলে ফেরার জন্য মরিয়া এই ফাস্ট বোলার বার্তা সংস্থাকে বলেন, দ্রুতগতিতে বল করতে পারলে জানি আমি বিপজ্জনক হয়ে উঠতে পারব। ক্যারিয়ারের শুরুতে আমি দ্রুত বল করতে পারতাম এবং প্রচুর উইকেটও পেয়েছি। সে সময় সবাই বিশেষ করে মাশরাফি ভাই আমাকে বলতেন সম্ভব দ্রুত বল করতে। আমিও জোরে বোলিং উপভোগ করতাম। তবে দুর্দান্তভাবে শুরুর পর ইনজুরির কবলে পড়ে নড়বড়ে হয়ে যায় তাসকিনের ক্যারিয়ার। অবশ্য ইনজুরি কাটিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফিরে আসেন। ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক মাত্র টেস্টে তাসকিনের বোলিং তোপে পড়ে স্বাগতিক ভারতের নামী দামী ব্যাটসম্যানরা পর্যন্ত খেই হারিয়ে ফেলেন। ওই সিরিজের পর ধারণা করা হয়েছিল, তিনি যে কোনো ফরম্যাটেই দলের সেরা বোলার হয়ে উঠবেন। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। আরেক দফার ইনজুরি তাকে দল থেকেই বের করে দেয়। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তাসকিনের। এ সময় তিনি ফের আগ্রাসী মেজাজ ফিরে পান। জায়গা করে নেন বিশ্বকাপগামী স্কোয়াডে। তবে এরপর আরেক দফার ইনজুরি তাকে আরো একবার দলের বাইরে পাঠিয়ে দেয়। তরুণ এই পেসার বলেন, আমি অপেক্ষা করছি জাতীয় দলে ফেরার। আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। মনে হচ্ছে আমি ফের আমার সেরা ফর্ম ফিরে পাচ্ছি। জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগকেই (ডিপিএল) বেছে নিয়েছিলেন তাসকিন। কিন্তু কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমণ অনির্দিষ্টকালের জন্য শুধু দেশের ক্রিকেটকেই থামিয়ে দেয়নি, হতাশ করেছে তাসকিনকেও, আমি শুধু একটি মাত্র ম্যাচ খেলেছি। সেটি খুব একটা ভালো হয়নি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কয়েক ম্যাচে খেলতে পারলেই আমি নিজের সেরা অবস্থান ফিরে পাব। করোনা ভাইরাসের এই প্রকোপ আমাকে খুবই হতাশ করেছে। তবে আমি নিজের বাড়ীতে এবং জিমে কাজ করে যাচ্ছি। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ap4yfB
June 11, 2020 at 11:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top