চট্টগ্রাম, ২০ জুন- দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে করোনাভাইরাস। সাধারণ মানুষ থেকে ভিআইপি- কেউ ছাড় পাচ্ছে না। এবার জানা গেল, জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে শারীরিকভাবে তেমন বড় কোন সমস্যা অনুভূত হচ্ছে না নাফিসের। চট্টগ্রাম শহরে নিজের বাসায় থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। করোনার সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন নাফিস এবং তার ছোট ভাই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ঢাকা থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের সাহায্যে অর্থায়নের ব্যবস্থা করেছিলেন। তা নিজে সশরীরে উপস্থিত থেকে বন্দর নগরীর ক্রিকেট কোচদের মাঝে বণ্টনের কাজ তদারক করেছেন বড় ভাই নাফিস ইকবাল। ত্রাণ কার্যক্রমে জড়িতে থাকা অবস্থাতেই তিনি করোনায় আক্রান্ত হন। নাফিসের পারিবারিক সূত্রে জানা গেছে, দিন চারেক আগে প্রথমে জ্বর হয়েছিল নাফিস ইকবালের। পরে করোনা টেস্ট করানো হলে, ফলাফল পজিটিভ এসেছে। তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন দেশের সাবেক এই ওপেনার। কোনো সমস্যা অনুভব করছেন না। সুস্থ হয়ে উঠতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সূত্র : কালের কণ্ঠ এম এন / ২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AUdRUX
June 20, 2020 at 10:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top