ঢাকা, ২৬ জুন- মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভালো নেই। শারীরিকভাবে ভীষণ দুর্বলতা অনুভব করছেন তিনি। গত দুদিন ধরে শারীরিক দুর্বলতা ও ব্যথার সমস্যাও রয়েছে রবীন্দ্রসংগীতের এই বরেণ্য শিল্পীর। তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো নেই, ভীষণ দুর্বল লাগছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বন্যা গণমাধ্যমকে জানান, তার করোনা পজিটিভ। তবে শারীরিক অবস্থা ভালোই ছিল। গত দুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন এই খ্যাতিমান শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বন্যা স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঙ্গভূষণ, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। এম এন / ২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/387PkYL
June 26, 2020 at 02:44PM
26 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top