ইসলামাবাদ, ১১ জুন - জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় সারাবিশ্বে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের মাঝে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন ক্যারিবীয় অল-রাউন্ডার ড্যারেন স্যামি। আইপিএলে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ এনেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার ইনস্টাগ্রাম পোস্টে এর প্রমাণও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির মালিক বলেছেন, পাকিস্তানে স্যামিদের রাজার সম্মান দেওয়া হয়। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেন স্যামি। পাশাপাশি খেলেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভোর মতো ক্যারিবীয় সুপারস্টারেরা। কিন্তু সেখানে তাদের বর্ণবৈষম্যের শিকার হতে হয়নি। জালমির মালিক জাভেদ আফ্রিদি এক সাক্ষাৎকারে বলেন, স্যামির মতো ওয়েস্ট ইন্ডিয়ান তারকারা পাকিস্তানের মাটিতে রাজার সম্মান পান। আসলে ওরা খুব আমুদে প্রকৃতির। ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে. পাকিস্তানের ভক্তরা ওদের খেলা দেখতে পছন্দ করে। ওদের সমর্থনও করে। সম্প্রতি স্যামি অভিযোগ করেন, সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরা তাকে কালু বলে ডাকতেন। তখন অবশ্য তিনি সেই শব্দের অর্থ জানতেন না। স্যামির সেই অভিযোগক প্রমাণিত হয়ে যায় ইশান্ত শর্মার একটি ইনস্টাগ্রাম পোস্টে। বেশ কয়েক বছর আগের সেই পোস্টে ইশান্তের সঙ্গে ছিলেন স্যামি, ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেইন। ক্যাপশনে ইশান্ত লিখেন, আমি, ভুবি, কালু ও গান রাইজার্স। এই পোস্ট নতুন করে ভাইরাল হওয়ার পর বিপাকে পড়ে গেছেন ইশান্ত। সূত্র : কালের কণ্ঠ এন এইচ, ১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30vACZN
June 11, 2020 at 03:32PM
11 Jun 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top