মুম্বাই, ১২ জুন- সালমান খান তাঁর নিরাপত্তা রক্ষী শেরাকে কত বেতন দেন, তা নিয়ে বহুবার বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে এসেছে। সালমান-শেরার জুটি যখন প্রায় প্রত্যেকেরই জানা, সেই সময় দীপিকার নিরাপত্তা রক্ষী জালালের কথা জানেন কি? জানা গেছে, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত জালাল। বছরে তাঁকে ৮০ লক্ষ করে বেতন দেন দীপ্পি। অর্থাত প্রত্যেক মাসে প্রায় ৬.৬ লক্ষের আশপাশে বেতন পান জালাল। তবে ২০১৭ সালে জালালের বার্ষিক বেতন ৮০ লক্ষ ছিল বর্তমানে তা ১ কোটি ছুঁয়েছে বলে বলিউডে গুঞ্জন। সেই অনুযায়ী, জালালের বেতন সো ৮ লাখ টাকা। প্রসঙ্গত সালমান খান তাঁর নিরাপত্তা রক্ষী শেরাকে প্রত্যেক মাসে ১৫ লক্ষ করে বেতন দেন। পাশাপাশি শেরার খাবার থেকে পোশাক কিংবা বিদেশ ভ্রমণ, সবকিছুর খরচই সালমান বহন করেন বলে জানা যায়। সূত্র: জিনিউজ আর/০৮:১৪/১২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30wVrUV
June 12, 2020 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top