মুম্বাই, ১৮ জুন- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্যে দিয়ে খসে গিয়েছে বলিউডের আরো একটি তারা। রহস্যজনক এই মৃত্যু নিয়ে বলিউড পাড়া সহ সব অঙ্গনেই বিরাজ করছে ধোঁয়াশা। এরই মধ্যে বোন শোওতা সিং কৃতি ভাইয়ের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বোন শোয়েতা সিং কৃতি ছোট ভাইয়ের অস্থি বিসর্জনের কাজে পাটনা পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইকে নিয়ে নিজের মনের কথা লিখেছেন তিনি। ছোট ভাইকে আদরণীয় শব্দ দিয়ে সম্বোধন করে লিখেছেন আমি জানি তুমি অনেক যন্ত্রণার মধ্যে ছিলে এবং তুমি একজন যোদ্ধা। তুমি সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলে। যেখানেই থাকো সবাই তোমাকে সবসময় ভালবাসবে। ভাইয়ের উপহার দেওয়া কার্ডে খোলা চিঠি লিখে ফেসবুকে পোস্ট করেন শোয়েতা। সেই সাথে দুজনের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। আর/০৮:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hEMj6D
June 18, 2020 at 11:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top