দীর্ঘ বিরতীর পর বৃহস্পতিবার থেকে খুলছে সোনামসজিদ স্থল বন্দর

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বন্দর সূত্র জানিয়েছেন, বৃহষ্পতিবার থেকে ভারতের মাহদীপুর স্থলবন্দর দিয়ে সোনামসজিদ বন্দরে ভারতীয় পণ্য পাঠানোর জন্য আবারো আগ্রহ দেখিয়েছে ভারতীয় ব্যাবসায়ীরা। বুধবার দুপুরে মোবাইল ফোনে এ আগ্রহ প্রকাশ করেন ভারতীয় সিএ্যান্ড এফ এজেন্ট এ্যাসোয়িশেনের সাধারণ সম্পাদক ভূপতি মন্ডল।
এদিকে, বুধবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক সোনামসজিদ স্থল বন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে স্থলবন্দর সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েনের কনফারেন্স রুমে কাস্টমস এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা র্পোট লিংক লিমিটেডের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানোর সময় কঠোরভাবে স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করা হয়।
ভারতীয় গাড়িচালকদের তাপমাত্রা পরীক্ষা এবং শ্রমিকদের মাক্স,হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধৌয়ার ব্যবস্থাসহ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে খাদ্যপণ্যসহ সকল প্রকার দ্রব্যাদি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানি করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত ৫০ ভারতীয় ট্রাক চালক বন্দরে যাওয়া আসা করবে।
বৈঠকে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৬-২০



from Chapainawabganjnews https://ift.tt/3dv1ih5

June 03, 2020 at 08:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top