ঢাকা, ০৬ জুলাই- এন্ড্রু কিশোর নাই, আজ আমার শরীর যতটা না খারাপ, তার চেয়েও বেশি খারাপ মন। কিছুই ভালো লাগছে না। বারবার শুধু দীর্ঘশ্বাস বের হয়ে যাচ্ছে। এন্ড্রু আমাকে বলেছিলে, দোয়া কইরেন, যেন শান্তি মতো যেতে পারি, এটাই ছিল ওর সঙ্গে আমার শেষ কথা। মেইল ট্রেইন ছবিতে এন্ড্রু প্রথম গান গেয়েছিল। এটি আমার সুর করা, ১৯৭৭ সাল। অনেক পুরনো কথা। ঠিক মতো মনেও পড়ে না। এন্ড্রুর সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। অনেক অনেক গুণ তার। কী যে গানের প্রতি নিষ্ঠা, সততা-তা বলে বোঝানো যাবে না। মানুষ হিসেবেও সে অন্যরকম ছিল। সবচেয়ে বড় কথা হলো, এন্ড্রু কিশোর খুব ভালো মানুষ। ও যখন অসুস্থ হলো, যাওয়ার আগে আমার কাছে বিদায় নিয়েছিল। চিকিৎসা চলা সময়েও কয়েকবার ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এরপর বিষণ্ন মন নিয়ে দেশে ফিরল। রাজশাহী যাওয়ার পর আমাকে ফোন দিয়েছিল। এত দ্রুত আমাদের ছেড়ে এন্ড্রু কিশোর চলে যাবে, ভাবতেও পারিনি। বয়সে আমাদের কতো ছোট, কতো স্মৃতি ওপারে ভালো থাকুক এন্ড্রু কিশোর-এই দোয়াই করি। আলম খান : বরেণ্য সংগীতশিল্পী এম এন / ০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31QXqnp
July 06, 2020 at 06:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন