মুম্বাই, ০৬ জুলাই- সীমান্তে যুদ্ধ বা উত্তেজনা- যাই হোক না কেন, বলিউড তা বেশিরভাগ সময়ই ধরে রাখতে চেষ্টা করে। আর এবার তো ২০ শহীদের তাজা রক্ত! সেই বিষয়টি সেলুলয়েড পর্দায় তুলে আনতে এগিয়ে এসেছেন অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে নিহত ২০ সেনার আত্মত্যাগই হতে যাচ্ছে এ ছবির উপজীব্য। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, অজয় দেবগন ফিল্মস এবং সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। বলিউড বিশ্লেষক তারান আদর্শ এক টুইটে প্রথম খবরটি দেন। তিনি লেখেন, এটা নিশ্চিত গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণ হচ্ছে। এখনও নাম ও চরিত্র চূড়ান্ত হয়নি। এতে ২০ জওয়ানের জীবন উৎসর্গের ঘটনা উঠে আসবে। এর আগে কার্গিল যুদ্ধ বা তানহাজি আনসাং ওয়ারিয়র্সের মতো সংগ্রামী যোদ্ধাদের নিয়ে ছবি করেছেন অজয়। এবার আসছেন চলমান গালওয়ান উপত্যকার টানটান উত্তেজনা নিয়ে। গত ১৫ জুন মধ্যরাতে সেখানে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়। এরপর থেকেই আরও ফুঁসে উঠে ভারত। এর পরপরই সেনাদের মনোবল বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গালওয়ান উপস্থিত হয়েছেন। যার অর্থ পুরো দেশ তাকিয়ে আছে এই অঞ্চলটির দিকে। এরমধ্যেই এটি নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এলো। সূত্র: এনডিটিভি এম এন / ০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z4J2Xc
July 06, 2020 at 09:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন