শিবগঞ্জ গোপালপুরের আমবাগান থেকে ২টি অস্ত্রসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালপুরে একটি আমবাগান থেকে মঙ্গলবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান,১টি ম্যাগজিন ও ২রাউন্ড পিস্তলের গুলিসহ ২জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ানের কালিগঞ্জের তানজিল মিয়ার ছেলে রিপন মিয়া(৩০), মনাকষা ইউনিয়ানের তারাপুর উঠা পাড়া’র  এজাবুল হকের ছেলে ওবাইদুর ইসলাম (৩২)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জের  গোপালপুর্র জনৈক সাদ্দাম হোসেনের আমবাগানে অভিযান চালায়। অভিযানে দুইজনের গতিবিধি সন্দেহ হলে রিপন মিয়া ও ওবাইদুর ইসলাম নামে দুইজনকে আটক করে র‌্যাব । পরে তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন ও ২রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-২০


from Chapainawabganjnews https://ift.tt/335COsc

July 29, 2020 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top