রাজশাহী, ০৬ জুলাই- থেমে গেল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প। তাকে দয়াল ডাক দিয়ে নিয়ে গেছেন। শোকের সাগরে ভাসিয়ে সোমবার সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্লেব্যাক সম্রাট। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ শোবিজে। শিল্পীর পরিবার জানিয়েছে, বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এন্ড্রু কিশোরের মরদেহ। দাফন পর্যন্ত এন্ড্রু কিশোরের মরদেহ সেখানেই থাকবে। অর্থাৎ ঢাকায় আনা হবে না তাকে। করোনা দেশের পরিস্থিতির কথা ভেবেই শিল্পীর পরিবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই প্লেব্যাক সম্রাট। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেই জন্মস্থান রাজশাহীতে চলে যান। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। এম এন / ০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VOFLZK
July 06, 2020 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top