কলকাতা, ২২ জুলাই- আশঙ্কা কাটছে না। বাড়ছে উদ্বেগ। ফের করোনার রিপোর্ট পিজিটিভ এল কোয়েল মল্লিক, নিসপাল সিংয়ের। গত কয়েকদিন আগে করোনাতে আক্রান্ত হন কোয়েল-সহ মল্লিকপরিবারের সকলেই। অভিনেত্রী নিজেই টুইটারে জানান, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং এবং তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর এই টুইটের পরেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায়। দ্রুত সুস্থতা কামনা করেন অনেক। চিন্তায় পড়ে যান অভিনেত্রীর অসংখ্য অনুগামী। এরপর প্রায় কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। কোয়েলের ফের রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। শুধু কোয়েল নয়, নিসপাল সিংয়ের দ্বিতীয় কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে। দ্বিতীয়বার পরীক্ষার পর কোয়েলের মা দীপা মল্লিকের রিপোর্টও পজিটিভ বলে জানা যাচ্ছে। দ্বিতীয়বার পরীক্ষার পরেও রিপোর্ট পজিটিভ আশায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। তবে আশার খবর, রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। উদ্বেগের মধ্যেও কিছুটা হলেও স্বস্তির খবর। তবে জানা যাচ্ছে, শরীর বেশ দুর্বল তাঁর। আপাতত হোম আইসোলেশনেই রয়েছে সবাই। আরও পড়ুন:সন্তান হোক শুভশ্রীর মতোই, ইচ্ছে রাজের জানা যাচ্ছে, গত ১৭ তারিখ ফের একবার করোনার পরীক্ষা করা হয়। পরীক্ষা করা হয় অভিনেত্রী কোয়েল সহ মল্লিক পরিবারের সবার। সেই রিপোর্টেই কোয়েল, নিসপাল এবং মা দীপা মল্লিকের করোনা রিপোর্ট ফের পজিটিভ আসে। যদিও রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা যায়। বর্ষীয়ান এই অভিনেতার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই সদ্য মা হন কোয়েল। তবে বাচ্চা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রানের বাবা-মায়ের কাছে আপাতত তাঁদের সন্তান রয়েছেন। কোয়েল এবং রানে বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র: কলকাতা২৪x৭ আর/০৮:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D00hju
July 22, 2020 at 04:16AM
22 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top