ঢাকা, ০১ জুলাই- নতুন করে দুই বছরের জন্য বাংলাদেশের ফুটবলে টেকিনিক্যাল ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পল স্মলিকে। তবে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্টের মতো পলের চাকরিও শুরু হবে মধ্য আগস্ট থেকে। কয়েকদিন আগে বাফুফের টেকনিক্যাল কমিটি সভা করে পলকে আবার দুই বছরের জন্য নিয়োগের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে বাফুফেকে আবার পলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে তার সাথে দুই বছরের চুক্তি করেছে। টেকনিক্যাল কমিটির সুপারিশের পরতো বাফুফের নির্বাহী কমিটির সভা হয়নি। তাহলে নিয়োগের অনুমোদন হলো কিভাবে? করোনাভাইরাসের কারণে সভা করা যাবে না বলে নির্বাহী কমিটির ২১ জনকে চিঠি দিয়ে পল স্মলি, জেমি ডে, স্টুয়ার্টের নিয়োগের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। ২৭ জুন ছিল মতামত জানানোর শেষ সময়। নির্বাহী কমিটির বেশিরভাগ কর্মকর্তার মতামতের ভিত্তিতেই পল স্মলিকে নিয়োগ দেয়া হয়েছে-জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন বাফুফের টেকনিক্যাল কমিটির সুপারিশে লিখিত সম্মতি দিয়েছেন। দুজন কোনো মতামত দেননি। বাফুফে অবশ্য চিঠিতে উল্লেখ করে দিয়েছিল, ২৭ জুনের মধ্যে মতামত না পেলে ধরে নেবো টেকনিক্যাল কমিটির সুপারিশে আপনার সম্মতি আছে। কোন চারজন পল স্মলির নিয়োগের বিরোধীতা করেছেন এবং কোন দুজন কোনো মতামতই দেননি তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YS8wXI
July 01, 2020 at 08:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top