মুম্বাই, ২৬ জুলাই - সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে বলিউডের একাধিক নামজাদা পরিচালক, গীতিকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। জাভেদ আখতার, মহেশ ভাট দের সুসাইড গ্যাং এর তকমা দিয়েছেন তিনি। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনার বিরুদ্ধে কোনও কথা না বলেই নিজের বক্তব্য রেখেছেন জাভেদ। গতকাল এই বর্ষীয়ান গীতিকার জানিয়েছেন, কঙ্গনা খুবই ট্যালেন্টেড অভিনেত্রী। ভালো অভিনয় করে, ওর বলিউডে টিকে থাকাই প্রমাণ করে বলিউডে বহিরাগতের গুরুত্ব কতটা দেওয়া হয়। বলিউডে যাদের প্রতিভা রয়েছে তাদের হাতে কাজও থাকে। বহিরাগত হয়েও কঙ্গনা খুবই জনপ্রিয়। আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে করণের ম্যানেজার! ডাকা হতে পারে মহেশকে জাভেদ আখতারের বিরুদ্ধেই কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ অভিযোগ করেন কঙ্গনা। তিনি জানান, বলিউডে জাভেদ আখতারের জন্য ই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। জাভেদ , মহেশ ভাট এরা বলিউডের এলিট ক্লাস এর মানুষ যারা বহিরাগতদের অসম্মান করেন। যদিও কঙ্গনার মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলতে চাননি বর্ষীয়ান গীতিকার জাভেদ। এন এইচ, ২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32XiARE
July 26, 2020 at 01:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top