মুম্বাই, ২৭ জুলাই- করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে গৃহবন্দি ভারতের ক্রিকেটাররা। গৃহবন্দি থাকলেও স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শর্মার সাথে দারুন সময় কাটছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। এই সময়ে আনুশকার জন্মদিনে নিজে কেক বানিয়ে তাকে চমকে দিয়েছিলেন ভারত দলপতি। সম্প্রতি অনলাইনে সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সাথে এক আড্ডায় কোহলি এসব তথ্য জানান। আরও পড়ুন:কেরিয়ারের শেষ প্রাপ্য সম্মানটা পেলাম না, বিসিসিআইকে তোপ যুবরাজের সাক্ষাৎকারে কোহলির কাছে মায়াঙ্ক জানতে চান, ঘরে নিভৃতবাসে তোমার অভিজ্ঞতায় সেরা ঘটনা কোনটি? কোহলি বলেন, আনুশকার জন্মদিনে জীবনে প্রথমবার কেক বানিয়েছিলাম। নিভৃতবাসে এটাই আমার সেরা ঘটনা। কারণ এর আগে আমি কখনও কেক বানাইনি। কেক তৈরির এই ইনিংসে প্রথমবারে মতো ভালো ফলও পেয়েছি। কারণ আনুশকা বলেছিল, কেকটা তার খুবই ভালো লেগেছে। যা আমার কাছে একটা বিশেষ প্রশংসাপত্র। গত এপ্রিলে ভারজুড়ে লকডাউনের পর ইংল্যান্ড সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে ইনস্টাগ্রামে কোহালি জানিয়েছিলেন, স্ত্রীর সাথে নিভৃতবাসে দারুণ সময় কাটছে তার। পিটারসেনকে কোহলি বলেছিলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। আমরা স্বামী-স্ত্রী একে অপরকে সময় দিচ্ছি। পরিস্থিতি জটিল হওয়ার আগেই একটা খামারবাড়িতে চলে গিয়েছিলাম। সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। আমরা ভাগ্যবান, আমরা ভালো আছি। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Eq7WZl
July 27, 2020 at 07:53PM
28 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top