কলকাতা, ১৮ জুলাই- ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্তে নতুন নতুন রেকর্ড করছে দেশটি। মহারাষ্ট্র, দিল্লির মতো পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৪ জন, যা এ পর্যন্ত রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পার্শ্ববর্তী এই ভারতের রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৮ হাজার ১১ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ২৬ জন করোনা রোগী। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ১ হাজার ৪৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২২ হাজার ২৫৩ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেয়া বুলেটিনে এসব তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রসিদ্ধ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমণের সংখ্যাও আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। এদিন মোট ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ১ হাজার ৮৯৪ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৪.৩ শতাংশ। আনন্দবাজার জানায়, গত মঙ্গলবার কলকাতায় প্রথম করোনা রোগীর সংখ্যা এক লাফে ৫০০ ছাড়িয়েছিল। এ দিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হন ৫৬৩ জন। সেদিনও ২৬ জন মারা যান, যাদের মধ্যে ১২ জনই ছিলেন কলকাতার বাসিন্দা। এদিকে কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৪৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৬০ জন, হাওড়ায় ১৮২ জন, হুগলিতে ৮৩ জন, পূর্ব মেদিনীপুরে ২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ৮৯ জন, মালদহে ৮৮জন, দার্জিলিঙে ৭৪ জন এবং জলপাইগুড়িতে ৩১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র : যুগান্তর এম এন / ১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3h8SvTm
July 18, 2020 at 05:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top