লন্ডন, ১১ জুলাই- ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ফুটবলার জ্যাক চার্লটন আর নেই। শুক্রবার কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যু হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৫ বছর। ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। জ্যাক চার্লটন ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটনের ভাই। চার্লটন ভাইয়ে নৈপুণ্যেই ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ক্লাব ফুটবলে লিডস ইউনাইটেডের কিংবদন্তি জ্যাক চার্লটন। ইংলিশ ক্লাবটির জয়ে ১৯৬৯ সালে লিগ শিরোপা ও ১৯৭২ সালে এফএ কাপ শিরোপা জেতেন এই ডিফেন্ডার। কোচ হিসেবেও সফল ছিলেন জ্যাক চার্লটন। দীর্ঘদিন আয়ারল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার হাত ধরে দু্ইবার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফাইনাল খেলে আইরিশরা। আইরিশ ফুটবল দলকে একের পর এক সাফল্যের পথ দেখানোয় সম্মান হিসেবে ১৯৯৬ সালে জ্যাক চার্লটনকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় আয়ারল্যান্ড সরকার। শুক্রবার বিবৃতিতে চার্লটন পরিবার থেকে জানানো হয়, ১০ জুলাই, শুক্রবার খুব শান্তভাবে মৃত্যুবরণ করেছেন জ্যাক। মৃত্যুকালে তিনি পরিবারের সঙ্গে নর্থাম্বারল্যান্ডের বাড়িতে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিডস ইউনাইটেড, কিংবদন্তি জ্যাক চার্লটনের মৃত্যুতে লিডস ইউনাইটেড শোকে ভারাক্রান্ত। খেলোয়াড় হিসেবে ২৩ বছরে চার্লটন লিডসের হয়ে ৭৭৩টি ম্যাচ খেলেছিলেন। ওয়ে ওঠেন ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে, জ্যাকের ছোট ভাই ববি চার্লটনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও, স্যার ববি চার্লটনের ভাই জ্যাক চার্লটনের ভাই ও ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যের চলে যাওয়ায় আমরা খুবই শোকাহত। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন। তার হাত ধরে ভিন্ন উচ্চতায় চলে যায় আয়ারল্যান্ড জাতীয় দল। তার অধীনে ১৯৮৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড। ১৯৯০ ও ১৯৯৪ টানা দুটি বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলে তার দল। জ্যাক চার্লটনের মৃত্যুতে কিংবদন্তি গ্যারি লিনেকারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ আরও অনেকে। সূত্র : দেশ রূপান্তর এম এন / ১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OeJFHh
July 11, 2020 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top