ঢাকা, ১৬ জুলাই- আলোচিত হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নায়ক প্রযোজক অনন্ত জলিল। কিন্তু তিনি সেই ঘোষণা থেকে সরে দাঁড়ালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নিজের বক্তব্যও তুলে ধরেন তিনি। অনন্ত বলেন, আমি হিরো আলমকে নিয়ে কোন সিনেমা বানাবো নাএবংপঞ্চাশ হাজার টাকা সাইনিং মানিফেরত নেব না! সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের গুণীজনরা হিরো আলম কে নিয়ে সিনেমাবানানোর আপত্তি জানাচ্ছেন। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেসকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই। সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয় গুলোর জন্য। দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনেরসঙ্গে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সম্মানার্থেআমিও চাই নাবিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে। আরকটি কারণ, উল্লেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলমমন্তব্য করছেনযা মোটেও কাম্য নয়। আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম,সে আমার মর্যাদাবোঝে নাই। আমার মর্যাদা যেহেতুবোঝে নাই তাইআমি চাই না ভবিষ্যতেতারদ্বারাআমারমর্যাদা ক্ষুণ্ন হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয় ।এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম। এম এন / ১৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZBHbtb
July 16, 2020 at 02:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন