কুয়েত সিটি, ১৭ জুলাই- কুয়েতের সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের মো. সাজিদুল ইসলাম রোমান (২২) নামের এক যুবকের নিহত হয়েছে। এ সময় চাদপুর জেলার এক যুবক নিহত হয়েছে। ঘটনার পর থেকে রোমানের বাড়িতে শোকের চলছে। নিহতের স্বজনদের সুত্রে জানাগেছে, পিতা সংসারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রোমান কুয়েতে পারি দেন। সেখানে সে একটি ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান হিসেবে কাজ করত। বৃহস্পতিবার সকালে তিনি কর্মস্থল থেকে একটি প্রাইভেটকার যোগে কুয়েতের রাজধানীর বাসায় ফিরছিল। এ সময় ওই প্রাইভেটকারে চাঁদপুর জেলার বাসিন্ধা তাঁর এক সহকর্মীও ছিল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় প্রাইভেট কারটি সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে পৌঁছলে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়। নিহত রোমানের সাথে দুর্ঘটনায় নিহত তার চাঁদপুরের সহকর্মীর ঠিকানা ও তাঁর সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। নিহত মো. সাজিদুল ইসলাম রোমান এর বাড়ি গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে। এম এন / ১৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32sfN2l
July 17, 2020 at 04:23PM
17 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top