সিডনি, ২৮ জুলাই - অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোজাম্মেল হক চৌধুরী আর নেই। তিনি সোমবার সকালে সিডনির সন্নিকটে ব্যাথার্স্টে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ বছর যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই মেয়ে রেখে গেছেন। তিনি ও তার স্ত্রীও একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আরও পড়ুন: বিদেশিদের দায়িত্ব নেবে না অস্ট্রেলিয়া, বিপদে ৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মোজাম্মেল প্রায় ৫ বছর আগে পিএইচডি করার উদ্দেশে ব্যাথার্স্টে অবস্থিত চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি আসেন। সম্প্রতি তার পিএইচডি সম্পন্ন হয়। পিএইচডি করাকালীন সময়ে বছর তিনেক আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। পরে সেটা মস্তিষ্কে ছড়িয়ে পড়ে দিন দিন তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার চিকিৎসকরা তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। আগামীকাল সিডনির মাউন্ট ড্রুইটের স্থানীয় মসজিদে তার জানাজা শেষে স্থানীয় সেমিট্টিতেই দাফন করার কথা রয়েছে। এন এইচ, ২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/306DA6x
July 28, 2020 at 04:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top