কলকাতা, ২০ জুলাই - করোনা সংক্রমণের কারণে বড় ধাক্কা শাসক শিবিরে। থমকে গিয়েছে ২১ জুলাই উদযাপন। কিন্তু হার মানতে রাজি নন মমতা। তৈরি করে ফেলেছেন ভার্চুয়াল সূচি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি ২১ জুলাইয়ের ভার্চুয়াল সূচি। ফেসবুকে নিজেই পোস্ট করেছেন দলনেত্রী। প্রতিবছর এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে তোরজোর। শহর ভরে উঠতে শুরু করে দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের ভিঁড়ে। উৎসব উৎসব আমেজ শুরু হয়ে যায় ২০ জুলাই থেকে। সেজে ওঠে শহিদ মিনার প্রাঙ্গন। ময়দান। রুট ম্যাপ থেকে কর্মীদের থাকার বন্দোবস্ত চূড়ান্ত তোরজোর শুরু হয়ে যায় শহরে। করোনা থাবায় সেসব এখন ম্লান। ২০ জুলাইয়েও শহরের ছবি বদলে গিয়েছে। করোনা সংক্রমণের কারণে নিষিদ্ধ জমায়েত। তার কোপ পড়েছে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ স্মরণেও। কিন্তু হার মানতে রাজি নন মমতা। তৈরি করে ফেলেছেন ভার্চুয়াল ২১ জুলাইয়ের কর্মসূচি। নিজেই ফেসবুকে পোস্ট করেছেন দলনেত্রী। দুপুর ১টাতেই শুরু হবে শহিদ স্মরণ জানিয়ে দিয়েছেন মমতা। [আরও পড়ুন : পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমণ, ২ দিন পুরো লকডাউন ] এবার ভার্চুয়ালি শহিদ স্মরণ করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ১টা থেকে ১ ঘণ্টা হবে শহিদ স্মরণ। দুপুর ২টোয় কালীঘাট েথকে দলীয় নেতা কর্মীদের ভিডিও বার্তা দেবেন মমতা। ধর্মতলায় শহিদ তর্পণ হবে করোনা দূরত্ব বিধি মেনে। সেখানে থাকবেন দলের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল ভবনে শহিদ তর্পণ করবেন দোলা সেন। জেলায় জেলায় যাঁরা ২১ জুলাই উদযাপন করবেন তাঁদের জন্য সুনির্দিষ্ট করোনা বিধি তৈরি করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত ধুতে স্যানিটাইজড হয়ে অনুষ্ঠানে অংশ নিতে হবে। পাড়ায় পাড়ায় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সেখানে দলনেত্রী ভিডিও বার্তা দেখানো হবে। দলের কর্মীদের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করতে বলা হয়েছে তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ভিডিও বার্তা। শহিদ পরিবারের সদস্যদের নিকটবর্তী বুথে সম্মান জানাবেন স্থানীয় নেতৃত্ব। সুত্র : ওয়ান ইন্ডিয়া এন এ/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eGDYwA
July 20, 2020 at 07:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top