মুম্বাই, ২৩ জুলাই- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত সবাইকে ছেড়ে বিদায় নিয়েছেন ১৪ জুন। মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনো উম্মোচন হয়নি তার মৃত্যু রহস্য। বলিউডের প্রযোজক, পরিচালক ও সুশান্তের অনেক কাছের অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। অনেকেই পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন। এর মধ্যে সুশান্তের আত্মার সঙ্গে কথা হয়েছে বলে দাবি করলেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ। তার দাবি, সুশান্ত তাকে জানিয়েছেন, মৃত্যুর আগে কী হয়েছিল তার সঙ্গে? কীভাবে সুশান্তের সঙ্গে কথা বলেছেন তিনি? তা প্রকাশ করেছেন দুটি ভিডিওর মাধ্যমে। স্টিভ হাফ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন ভিডিও দুটি। এখানে তিনি জানান, অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সুশান্তের আত্মার সঙ্গে যোগসূত্র স্থাপন করেছেন তিনি। স্টিভ হাফের সেই দাবি প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে তুমুল আলোচনা চলছে। সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা হওয়ার বিষয়টি শেয়ার করার পর তার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র ছয় দিনে বেড়েছে চার লাখ। এমন ঘটনায় আবেগে আপ্লুত স্টিভ। সুশান্তের অনুগামীরা তাকে বিশ্বাস করেছেন এবং ভরসা করেছেন তার ওপর, তাই স্টিভ হাফ ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। ভিডিওতে দেখা যায়, স্টিভ একটি পাথর ঘুরিয়ে সুশান্তের আত্মার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। তিনি বলেন, আমি কি সুশান্তের সঙ্গে যোগাযোগ করছি? স্পিকার থেকে উত্তর আসে, স্টিভকে বলুন আমি আছি। দ্বিতীয় ভিডিওতে স্টিভের প্রশ্নের উত্তরে সুশান্ত বলেন, কিছু ভালোবাসা চাই। শেষ দিকে মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল জানতে চাওয়া হলে সুশান্তের আত্মা বলে, কিছু মানুষের সঙ্গে তর্ক হয়েছিল। আরও একটি ভিডিওতে দেখা যায়, স্টিভ সুশান্তকে প্রশ্ন করছেন, তুমি এখন সেখানে কমন আছ? উত্তরে ভেসে আসে, তারা আমাকে নিরাপদ রেখেছে। আমি আমার মায়ের সঙ্গে আছি। ইউটিউবে ভিডিওটি দেখে এক ব্যক্তি মন্তব্য করেন, এ অসম্ভব। হতে পারে না। আমি থামাতে পারছি না নিজেকে। হুবহু সুশান্তের স্বর। আমি সুশান্তকে খুব মিস করছি। আর/০৮:১৪/২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3f0l9os
July 23, 2020 at 01:49PM
23 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top