মুম্বাই, ২৭ জুলাই - অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনা আক্রান্ত হন। তারপর আতঙ্কের মধ্যে বচ্চন পরিবারের প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়েছিলে। টেস্টে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে। তবে গত ১২ জুলাই জানা যায় ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চনের শরীরে এই ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে। তারপর থেকেই তারা বাড়িতেই আইসোলেশনে ছিলেন। গত ১৭ জুলাই শরীর খারাপ হলে ঐশ্বরিয়া ও তার মেয়েকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আজ ২৭ জুলাই জানা গেল, মা মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন। তাদের দুজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও পড়ুন: সুশান্তের অবসাদ নিয়ে মহেশের পরামর্শ চাইতেন রিয়া, পুলিশের জেরার মুখে পরিচালক এ বিষয়ে অভিষেক বচ্চন টুইট করে জানিয়েছেন, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কোভিড টেস্ট নেগেটিভ আশায় বাড়ি চলে গিয়েছে ঐশ্বরিয়া ও আরাধ্যা। আমি ও বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে আছি এখনও। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় অমিতাভ বচ্চন নাকি করোনামুক্ত হয়েছেন। যদিও সে খবরের সত্যতা নেই বলেই টুইট করে নিজেই জানিয়ে দেন অমিতাভ বচ্চন। এন এইচ, ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CKHHfQ
July 27, 2020 at 02:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top