ভেজাল গুড় তৈরীর দায়ে শিবগঞ্জে এক নারী ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চক হরিপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরীর দায়ে মোসা. সুফিয়া বেগম নামের এক নারীকে অর্থদন্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের অভিযানের পর রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুফিয়াকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বির নেতৃত্বে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কানসাটের চকহরিপুর এলাকায় ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করা ১০ হাজার কেজি গুর, ৫ শ কেজি চিনি, ৫ কেজি ফিটকিরি, ৩ কেজি সোডা, ১ কেজি হাইড্রোজ, দু’ লিটার বিভিন্ন রং, ১০ কেজি চুন, ১০ লিটার সয়াবিল তেল, ২ শ কেজি চিটা গুড় জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনের আওতায় সুফিয়াকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরে জব্দ করা গুর ও অন্যান্য উপকরণ ঘটনাস্থলে ধ্বংস করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৭-২০


from Chapainawabganjnews https://ift.tt/303yQ1E

July 26, 2020 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top