কলকাতা, ২৮ জুলাই - রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। উত্তরোত্তর বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ঘোষণা করা হয়েছিল চলতি সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন রাজ্যে। সেই লকডাউন জারি থাকছে। এছাড়াও ৩১ অগস্ট পর্যন্ত কবে কবে রাক্যে সম্পূর্ণ লকডাউন হবে, সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রত্যেক রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। ৩১ অগস্ট পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। এছাড়া প্রত্যেক সপ্তাহে রবিবার সহ দুদিন করে লকডাউন হবে। টানা ৪৮ ঘণ্টা করে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বকরি ইদ, ১৫ অগস্টের জন্য সেই নিয়মে কিছু ব্যতিক্রম রয়েছে। বকরি ইদ, ১৫ অগস্টের জন্য কিছু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী, ৩১ অগস্ট পর্যন্ত প্রত্যেক শনি ও রবিবার লকডাউনের ঘোষণা করা হয়েছে। তবে প্রথম সপ্তাহে বকরি ইদ থাকায় লকডাউন থাকছে রবি ও সোমবার। এছাড়া অগস্টের তৃতীয় সপ্তাহে ১৫ অগস্ট থাকায় লকডাউন করা হবে রবিবার ও বুধবার। আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়তেই সোজা থানায় বর বউ, চোখ কপালে পুলিশেরও এছাড়া, স্কুল-কলেজ কবে খুলবে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত স্কুল-কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্য সরকারের লক্ষ্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অগস্টে পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারের হিসেব অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৮৩০ জন৷ একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৬৬ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯১৭ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৬৫.৬২ শতাংশ৷ এক সময় এই হার ৬০ শতাংশের নিচে নেমে গিয়েছিল৷ অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যাও৷ সোমবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪০ জন৷ কিন্তু বাংলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪১১ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫০২ জন৷ আক্রান্ত ও মৃতের সংখ্যার পাশাপাশি কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ একদিনে কমেছে ৯৩ জন৷ রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত অর্থাৎ একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪০ জনে৷ যে ৩৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১০ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ২ জন৷ হুগলি ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ বীরভূম ২ জন৷ মালদা ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ২ জন৷ গতকাল যে ৪০ জনের মৃত্যু হয়েছে,তাদের মধ্যে কলকাতার ছিল ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ৫ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ হাওড়া ৯ জন৷ হুগলি ২ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ২ জন৷ সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X3FMtC
July 28, 2020 at 02:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন