লন্ড্ন, ৯ জুলাই- ১১৬ দিন পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। অ্যাগিয়াস বোলে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার কমতি নেই। কিন্তু মাঠে ক্রিকেট ফেরার শুরুতেই বাগড়া দিয়ে বসে বৃষ্টি। বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি, ম্যাচও শুরু করা যায়নি নির্ধারিত সময়ে। এক বলও মাঠে গড়িয়ে শেষ হয় প্রথম সেশন। দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক ইংল্যান্ড। শুরু হতে না হতেই ফের বৃষ্টির বাগড়া। বৃষ্টি বাধায় পড়ার আগেই অবশ্য এক ওপেনারকে হারিয়ে বসে ইংল্যান্ড। শেনন গ্যাব্রিয়েল বল হাতে নিয়েই ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানে বোল্ড করেন ওপেনার ডম সিবলিকে। ৩ ওভার শেষে ১ উইকেটে ইংলিশরা ১ রান তুলতেই বৃষ্টি ফের শুরু। তারপর দ্বিতীয় দফায় খেলা শুরু হলে আরও এক ওভার পার হয়। ৪.১ ওভার শেষে আবার বৃষ্টির বাগড়া। তখন ইংল্যান্ডের বোর্ডে ১ উইকেটে ৩ রান। এরপর অবশ্য অনেকটা সময় দিয়েছে প্রকৃতি। তবে বৃষ্টি বাধার সঙ্গে শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামলে হাত খুলতে পারেনি ইংল্যান্ড। কচ্ছপগতিতেই এগুতে থাকেন ররি বার্নস আর জো ডেনলি। দ্বিতীয় উইকেটে ১৬ ওভারের জুটিতে ৩৫ রান যোগ করেছেন তারা। এরপর আলোক স্বল্পতায় আবারও খেলা বন্ধ হয়ে যায়। ড্রেসিংরুমে ফেরার আগে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৭.৪ ওভার শেষে ১ উইকেটে ৩৫ রান। বার্নস ২০ আর জো ডেনলি ১৪ রানে অপরাজিত আছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gIf3u7
July 08, 2020 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top