কলকাতা, ০৬ জুলাই- কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি নতুন একটি ওয়েব সিরিজ করতে চলেছেন। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি উপন্যাস নিয়ে ওয়েব সিরিজ়টি করা হবে। হইচই প্ল্যাটফর্মে প্রচার হবে সিরিজ়টি। ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৃজিত মুখার্জি অনেক দিন ধরেই উপন্যাসটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি। সিরিজ়ে দুই বাংলার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় থাকবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করবেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টালিউডের অনির্বাণ ভট্টাচার্য। জানা গেছে, এর আগে মুশকান জুবেরীর চরিত্রর জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেয়ার কথাই বলেন। তবে বিশেষ কারণে এই সিরিজ়ে জয়ার পরিবর্তে পরীমনিকে নেয়ার সিদ্ধান্ত নেন পরিচালক সৃজিত। এম এন / ০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z2sW0c
July 06, 2020 at 06:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন