ঢাকা, ১৭ জুলাই- গত ২১ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা আক্রান্ত হন। আক্রান্ত হন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও। এরপর করোনার সঙ্গে লড়েছেন গোটা পরিবার। প্রথম দুই দফায় করোনা পজিটিভ হন মাশরাফি। তৃতীয়বারে গত ১৪ জুলাই করোনা নেগেটিভ আসে মাশরাফির ফলাফল। সঙ্গে নেগেটিভ আসে মোরসালিনেরও। তবে দ্বিতীয়বার পরীক্ষায় স্ত্রী সুমির পজিটিভ ফলাফল আসায় কিছুটা উদ্বিগ্ন ছিলেন মাশরাফি, দোয়া চান দেশবাসীর কাছে। অবশেষে আজ ১৭ জুলাই মাশরাফীর স্ত্রী সুমনা হক ফেসবুক পোস্টে জানান, তিনি করোনা মুক্ত হয়েছেন। শুকরিয়া জানান সৃষ্টিকর্তার নিকট। রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আমার জন্য যারা দোয়া করেছেন। আরও পড়ুন:মাশরাফি করোনা নেগেটিভ; সুমনা এখনও পজিটিভ করোনা আক্রান্ত হবার পর সবাই বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ২১ জুন মাশরাফির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলে দুই ছেলে-মেয়ে হুমায়রা ও সাহেলকে নড়াইলে দাদা বাড়ী পাঠিয়ে দেয়া হয়। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় মাশরাফি বিন মুর্তজাকে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে স্থানীয়দের জন্য চোখে পড়ার মতো কার্যক্রম করেছেন। সূত্র: আরটিভি আর/০৮:১৪/১৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Wsb5Og
July 17, 2020 at 05:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন