কলকাতা, ০৯ জুলাই - বুধবার এশিয়া কাপ বাতিল বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সে নিয়ে এদিন বিসিসিআই প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র সমালোচনা করে পিসিবি৷ কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হল ২০২০ এশিয়া কাপ বাতিল করা হয়েছে৷ পরবর্তী এশিয়া কাপ হবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে৷ যা আয়োজন করবে শ্রীলঙ্কা৷ বৃহস্পতিবার এসিসি-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, শুরু থেকেই বোর্ড নির্ধারিত সূচী অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ভ্রমণে বিধিনিষেধ, দেশ-নির্দিষ্ট পৃথকীকরণের প্রয়োজনীয়তা, খেলোয়াড়ের স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক দূরত্বের বিষয়গুলির জন্য এশিয়া কাপ আয়োজন থেষ্ট চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। সর্বোপরি, অংশগ্রহণকারী খেলোয়াড়, সহায়ক কর্মী, বাণিজ্যিক অংশীদার, অনুরাগী এবং ক্রিকটিং সম্প্রদায়ের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে চলতি বছরে এশিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নিজের ৪৮তম জন্মদিনে Sports Tak in an Instagram Live session-এ সৌরভ জানিয়েছিলেন, এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে৷ যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল৷ বিসিসিআই প্রেসিডেন্টের এই মন্তব্যকে মোটেই ভালোভাবে নেয়নি পিসিবি৷ সৌরভের বিরুদ্ধে তোপ দেগেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান৷ তাঁর মতে, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা সৌরভ তথা বিসিসিআই প্রেসিডেন্টের নেই৷ এ নিয়ে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল৷ ফলে ২০২০ এশিয়া কাপ হবে না৷ পরবর্তী এশিয়া কাপ হবে আগামী বছর৷ যা আয়োজন করবে শ্রীলঙ্কা৷ ২০২১ জুনে এশিয়া সেরা এই ক্রিকেট টুর্নামেন্ট হবে দ্বীপরাষ্ট্রে৷ চলতি বছর এশিয়া হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে পাকিস্তানে৷ কিন্তু ভারতের আপত্তিতে টুর্নামেন্টে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করার কথা ভাবে পিসিবি৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল৷ চলতি বছর টি-২০ বিশ্বকাপের ঠিক আগে অর্থাৎ সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে৷ আর অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ার মাটিতে৷ বিশ্বকাপ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি৷ যদিও করোনা নামক অতিমহামারীর কারণে চলতি বছরে বিশ্বকাপ আয়োজন অসম্ভব বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ০৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W3gU4z
July 09, 2020 at 05:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন