ঢাকা, ২৯ জুলাই- জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার দুপুর ২টায় নিজ বাসায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার জামাতা অভিনেতা জাহিদ হাসান। আরও পড়ুন:অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা করোনায় আক্রান্ত জাহিদ হাসান বলেন, আমার শাশুড়ি মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবার কাছে তার জন্য দোয়া চাই। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মৌয়ের বড় বোন শেগুফতা ইসলাম মিথি মৃত্যুবরণ করেন। তিন বছরের মাথায় মঙ্গলবার মাকে হারালেন মৌ। আর/০৮:১৪/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/307xMtj
July 29, 2020 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top