চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজির হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন মোটরসাইকেল চালক খাইরুল (৩৫)। বুধবার সকালে রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ গ্রামের কুড়ানের ছেলে মো. খাইরুল মোটরসাইকেলযোগে রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ের দিকে আসছিলেন। মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে নাজির হোসেনকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় পথচারী নাজির হোসেনের মৃত্যু হয়। অপর দিকে অবস্থার অবনতি হওয়ায় মোটরসাইকেল চালক খাইরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোমস্তাপুর থানার এসআই আজিম হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৭-২০
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ গ্রামের কুড়ানের ছেলে মো. খাইরুল মোটরসাইকেলযোগে রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ের দিকে আসছিলেন। মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে নাজির হোসেনকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় পথচারী নাজির হোসেনের মৃত্যু হয়। অপর দিকে অবস্থার অবনতি হওয়ায় মোটরসাইকেল চালক খাইরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোমস্তাপুর থানার এসআই আজিম হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৭-২০
from Chapainawabganjnews https://ift.tt/3giaztW
July 01, 2020 at 09:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন